বিমানবন্দরে টাইগারদের শুভেচ্ছা বিমানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ ও প্রস্তুতি ম্যাচে অংশ নিতে ভারতের আসামের গুয়াহাটি গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার ফ্লাইট বিজি-৯৩৯৩ যোগে ঢাকা ত্যাগ করেন টাইগাররা।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো টাইগাররা 

এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান।

jagonews24

আরও পড়ুন: এই নোংরামির মধ্যে থাকতে চাই না: তামিম 

পরে বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জে ক্রিকেটারদের অংশগ্রহণে কেক কাটা হয়। ক্রিকেটার, কোচ এবং টিম ম্যানেজমেন্টকে বিমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। এসময় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেন তিনি। পরে আসামের গুয়াহাটির উদ্দেশে যাত্রার জন্য ক্রিকেটারদের বিদায় জানান।

এমএমএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।