লংকানদের হারিয়ে সম্ভাবনা বাড়িয়ে তুলল অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ মার্চ ২০১৬

দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে একই সঙ্গে। পুরুষদের পাশাপাশি চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও। ভারতেরই কয়েকটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে নারীদের টুর্নামেন্টটি। পুরুষদের খেলা নিয়ে মেতে থাকার কারণে অনেকেই নারীদের টুর্নামেন্টের রোমাঞ্চের দিকে নজরই দিচ্ছে না। নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটিও কিন্তু বেশ জমে উঠেছে। এখানেও নিউজিল্যান্ডছাড়া আরও কোন দল এখনও পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। যেন পুরুষদের খেলারই পূনরাবৃত্তি হচ্ছে নারীদের খেলায়।

‘এ’ গ্রুপে টানা তিন ম্যাচ জিতে নিউজিল্যান্ডের নারীরা সবার আগে নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। এই গ্রুপে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে আয়ারল্যান্ডের। সেমির সম্ভাবনা টিকে আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটারদের। তবে, আজ বিকেলে দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমির সম্ভাবনা প্রবল করে তুলল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ৪। বাকিদের পয়েন্ট ২ করে।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ১২৩ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার নারীরা। অস্ট্রেলিয়ার ওপেনার এলিস ভিলানি এবং ওয়ান ডাউনে নামা মেগ লেনিং রীতিমত ঝড় তুলেছিলেন শ্রীলংকার নারী ক্রিকেটারদের ওপর। দু’জনের ৯৮ রানের জুটিই অস্ট্রেলিয়াকে বিশাল জয় এনে দেয়।

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৭ রানে ব্যাক্তিগত ১২ রানে আউট হয়ে যান অ্যালিসা হিলি। এরপর জুটি বাধেন ভিলানি এবং লেনিং। ৩৯ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ভিলানি। লেনিংও অপরাজিত থাকেন ৫৩ বলে ৫৬ রান করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৮ এবং দিলানি ম্যানোদারার ৩৮ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে শ্রীলংকা। এ দু’জন ছাড়া সর্বোচ্চ ১৬ রান করেন এসানি লুকসুরিয়াগে।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।