মেসির দেখা পেল না ওবামা কন্যারা


প্রকাশিত: ০৬:৩০ এএম, ২৫ মার্চ ২০১৬

ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। নজরকাড়া ড্রিবলিং আর অবিশ্বাস্য গতির সঙ্গে চমৎকার সব গোল করে সবার চোখ ধাঁধিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা। বিশ্বের কোটি কোটি ভক্তের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বি। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়েরাও যে মেসির ভক্ত সে বিষয়টি অজানাই ছিল।

মেসি ভক্তির কারণে তার সাথে দেখা করতে চেয়েছিলেন সাশা ও মালিয়া। কিন্তু, তাদের সেই স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক সাক্ষাৎকারে ওবামা জানিয়েছেন, আমি আমার মেয়েদের নিয়ে এসেছি যাতে তারা এখানকার (বুয়েন্স আইরেস) সৌন্দর্যটা দেখতে পারে। দু’জন ইতোমধ্যেই একজন বিখ্যাত আর্জেন্টাইন পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছে। তারা আর্জেন্টাইন তারকার সঙ্গে দেখা করার জন্য কিছু সময় ধরে অপেক্ষা করেছে। কিন্তু, এখন তাঁদের একটাই সান্ত্বনা, অন্তত আরেকজন বিখ্যাত অার্জেন্টাইন পোপ ফ্রান্সিসের সঙ্গে তো দেখা করতে পেরেছেন।

উল্লেখ্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এখন চিলিতে অবস্থান করছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আরএ/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।