উকিল সাত্তার-শাহজাহান কামালের আসন শূন্য ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০২ অক্টোবর ২০২৩

দুই সংসদ সদস্যের মৃত্যুতে বাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনেও (ইসি) পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওইদিন আসন দুটি শূন্য হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামালের মৃত্যু হয়।

আরও পড়ুন>> মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার

এদিকে শূন্য হওয়া দুটি আসন নিয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন বৈঠকে বসছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন দুটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। নির্বাচন উপযোগী এই দুই আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দুপুর ১২টায় কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া।

এমওএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।