দুই আসনে উপনির্বাচন
শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ
নির্বাচন কমিশন ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামী শুক্রবার (৬ অক্টোবর)। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ইসির তফসিল অনুযায়ী, আগামী ৫ নভেম্বর এ দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দলটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইসির তফসিল অনুযায়ী, আগামী ৫ নভেম্বর এ দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচন উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত (প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
আরও পড়ুন>> ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ৮ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
এসইউজে/এমএএইচ/জেআইএম