পরীক্ষামূলক সম্প্রচারে নিউজ২৪
মুক্তিযুদ্ধ ও পজেটিভ বাংলাদেশের পক্ষে কাজ করার অঙ্গীকার নিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো চব্বিশ ঘণ্টার সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল নিউজ২৪।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজে নবনির্মিত টেলিভিশন ভবনে শুরু হয় এই কার্যক্রম।
পরীক্ষামূলক সম্প্রচার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও অ্যাডিশনাল এমডি সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ২৪ এর সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু, সাবেক আইজিপি নূর মুহাম্মদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহম্মদ আলী সিকদার, কণ্ঠশিল্পী হায়দার হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্মকর্তা আশরাফুল আলম খোকন প্রমুখ।
এএইচ/আরআইপি