ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৬
ইরাকের রাজধানী বাগদাদের কাছে একটি পার্কের বাইরে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ জন নিহত ও ৭১ জন আহত হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের।
বাবেল প্রদেশের নিরাপত্তা প্রধান ফালাহ আল-খাফাজি বলেন, রাজধানী থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ইসকানদারিয়া এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ওই বিস্ফোরণ ঘটেছে। শিয়া ও সুন্নি মুসলিম অধ্যুষিত ওই এলাকায় একটি অপেশাদার ফুটবল দলের খেলা শেষে ওই বিস্ফোরণ ঘটে।
আইএস নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আমাক নিউজ অ্যাজেন্সি বলছে, ইসলামিক স্টেটের সদস্যরা ওই হামলা চালিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দেশটির হিল্লা প্রদেশে ইসলামিক স্টেটের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়। ইরাকি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে বিস্ফোরক ভর্তি একটি ট্যাংকার বিস্ফোরণ ঘটালে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এসআইএস/আরআইপি