ব্রাসেলস হামলায় তথ্য দিচ্ছে না আবদে সালাম
সন্দেহভাজন প্যারিস হামলাকারী সালেহ আবদে সালাম মঙ্গলবারের ব্রাসেলস হামলার বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না বলে জানিয়েছেন বেলজিয়ামের প্রসিকিউটর। গত সপ্তাহে তাকে আটকের পর ব্রাসেলসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বেলজিয়ামের প্রসিকিউটর বলেন, আবদে সালামকে ব্রাসেলস হামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মঙ্গলবারের হামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে নীরব থাকছে। ব্রাসেলস হামলায় ৩১ জন নিহত হওয়ার চারদিন আগে আবদেসালামকে আটক করে পুলিশ।
ব্রাসেলস হামলার পর ইউরোপের তিনটি দেশ থেকে সন্দেহভাজন ১২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ৬ জন ও পরের দিন আরো তিনজনকে আটক করেছে বেলজিয়াম পুলিশ। এর মধ্যে কয়েকজনকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। এদিকে জার্মানিতে দুজন ও ফ্রান্সে একজন আটক করেছে কর্তৃপক্ষ। ফ্রান্স বলছে, প্যারিসের উপকণ্ঠে নতুন করে একটি হামলাকারী নস্যাৎ করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।
এদিকে, বেলজিয়াম কর্মকর্তারা বলেন, মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দরে হামলাকারী নাজিম লাচরাওয়ির ডিএনএ গত নভেম্বরে প্যারিস হামলার সময় পাওয়া যায়। শুক্রবার ব্রাসেলস হামলার বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। আইএস নিয়ন্ত্রিত সিরিয়া এবং ইরাকে জোটের হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে বলে ভিডিওতে দাবি করেছে আইএস।
এসআইএস/এবিএস