জিয়াউর রহমান মুখোশধারী ঘাতক আর খালেদা নাগিনী


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৬ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুখোশধারী ঘাতক তার স্ত্রী খালেদা জিয়া হলো এখনকার নাগিনী। জিয়াউর রহমান সেনাবাহিনীর মেজর হয়ে ক্ষমতার লোভ করে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে আঁতাত করেছিলেন। এখন খালেদা জিয়ার দংশনে বিষাক্ত হচ্ছে দেশের মানুষ।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পর্কে তিনি বলেন, এখন তিনি বলছেন আগামীতে হাসিনাবিহীন নির্বাচন হবে। এ ধরনের বক্তব্য ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার আগেও দেয়া হয়েছিল। একুশে আগস্ট গ্রেনেড হামলার আগেও একই বক্তব্য ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। কিন্তু যতই ষড়যন্ত্র হউক যতই হুমকি দেয়া হউক শেখ হাসিনাকে রক্ষার মালিক হলেন আল্লাহ। তিনিই আমাদের নেত্রীকে রক্ষা করবেন।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিএম আরমান প্রমুখ।

সাহাদত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।