আজ মহালয়া, শাঁখারী বাজারে উৎসবের লগ্ন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৪ অক্টোবর ২০২৩

শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী ধ্বনি বাজতে শুরু করেছে।

মহালয়া উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। মন্দিরে মন্দিরে চলছে পূজা-অর্চনা।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে ঢাকার শাঁখারী বাজারের কালি মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আমন্ত্রণ জানানো হয়। দেবীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান চলছে সেখানে।

কালীমন্দিরে আসা ভক্তরা জানিয়েছেন, আজ থেকে দুর্গাপূজার উৎসবের লগ্ন শুরু। দুপুরে বিনাস্মৃতি স্নানঘাটে মহালয়ার পূজা-আর্চনা করা হবে।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে বেড়েছে বেচাকেনা।

দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২০ অক্টোবর। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব।

আরএ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।