কুমিল্লায় মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৭ মার্চ ২০১৬

"কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও যথাযথ বিচারের আওতায় আনা হবে" প্রশাসনের এমন আশ্বাসে প্রায় সোয়া ২ ঘণ্টা পর ঢাক-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মহাসড়ক অবরোধ করে।

দুপুর দেড় টার দিকে সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম, সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি প্রশান্ত পাল অবরোধস্থল কোটবাড়ি-নন্দনপুর মোড়ে গিয়ে তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘটনার ৬ দিন পরও ঘাতকরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, তনু হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তাই ঘাতকরা অবশ্যই ধরা পড়বে। শিক্ষার্থীদের এ বিষয়ে আশ্বাস্থ করার পর তারা অবরোধ তুলে নেয়ায় দুপুর পৌনে ২ টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।