সিদ্ধিরগঞ্জে রোলিংমিলে বিস্ফোরণে মৃত বেড়ে ৪, বাকি একজন আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০ এএম, ১৮ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন স্টিলমিলে বিস্ফোরণে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সবশেষ বিস্ফোরণে দগ্ধ মো. জাকারিয়া (২০) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার মো. শরিফুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৬) ও সোমবার বিকেলে মোজাম্মেল হক (৩০) মারা যান।

জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শারমিন রোলিং মিলে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার পর বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেছিলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আল আমিন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।