তেল অপসারণে ৫০০ নৌকা ব্যবহারের নির্দেশ


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনে ছড়িয়ে পড়া ফার্নেস তেল অপসারণে ৫০০ নৌকা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলীকে এ নির্দেশ দেন।

রোববার দুপুরে আন্তমন্ত্রণালয় সভা শেষে উপমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, এ পর্যন্ত সনাতন পদ্ধতির মাধ্যমে ২৩ হাজার লিটার তেল অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর চাঁদপাই রেঞ্জে মালবাহী জাহাজের ধাক্কায় ‘ওটি সাউদার্ন স্টার সেভেন’ নামের একটি তেলবাহী ট্যাংকার ভোরে ডুবে যায়। ট্যাংকারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।