দারুস সালামে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১০ নভেম্বর ২০২৩

রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়টি মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠের পাশে অবস্থিত। ভোর ৬টা ১০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ৬টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়।

দারুস সালামে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আগুন

তিনি আরও জানান, কল্যাণপুরের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় সকাল ৭টায়।

আগুনে কম্পিউটার, অফিসের কাগজপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।