যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন, আহত এক
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আরও পড়ুন: ২৪ দিনে গড়ে ৭ যানবাহনে অগ্নিসংযোগ, গাজীপুর-বগুড়ায় বেশি
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: একজন মানুষ কীভাবে আরেকজনকে পুড়িয়ে মারে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।
টিটি/এমএইচআর/জেআইএম