২৪ ঘণ্টায় একটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের মধ্যে প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার এ তথ্য জানান।

আরও পড়ুন>>> গুলিস্তানে বাসে আগুন

তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে একটি যানবাহনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় তানজিল পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন>>> চেকপোস্টে পেট্রোল-লাইটারসহ যুবক আটক

এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন কাজ করেন। এই ২৪ ঘণ্টায় দেশের অন্য কোনো স্থানে যানবাহনে অগ্নিসংযোগের সংবাদ পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৫৩টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

টিটি/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।