গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে : ঢাবি উপাচার্য
পদার্থবিজ্ঞানের মৌলিক ও তাত্ত্বিক উন্নয়নের জন্য পারমানবিক ও মৌলিক পদার্থবিজ্ঞানে গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিধ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সোমবার ঢাবি’র বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস-এর উদ্যোগে সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস)-এর কর্মশালার উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সার্ন এবং বাংলাদেশ সরকার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, এই চুক্তির আওতায় বাংলাদেশী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পারমাণবিক গবেষণা সংস্থা-সার্ন এ গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবে, যা তাদের পেশাগত উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে।
তিনদিনব্যাপী পারমাণবিক ও মৌলিক পদার্থবিজ্ঞানে প্রথম বাংলাদেশ-সার্ন (ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ) এ কর্মশালায় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. এ এম হারুন-অর-রশিদ।
কর্মশালায় বাংলাদেশী পদার্থবিজ্ঞানী ও শিক্ষার্থীদের পাশাপাশি সার্ন ও ভারত থেকে আগত পদার্থবিজ্ঞানী এবং গবেষকবৃন্দ অংশগ্রহণ করছেন।
আগত দেশী-বিদেশী পদার্থবিজ্ঞানী ও পরমাণু গবেষকদের স্বাগত জানিয়ে উপাচার্য ঢাবি এবং সার্নের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -বাসস