সন্দ্বীপে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামের সন্দ্বীপে রবিউল আলম সমির (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত দুইটার দিকে সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিউল আলম সমির মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি তিনি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জাগো নিউজকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় আমরা জানি না। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।’ রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয় বলেও জানান ওসি।
এর আগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।
ইকবাল হোসেন/কেএসআর