শিশুদের সুন্দর পরিবেশে বিকশিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

শিশুদের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ তৈরি করতে সরকার কাজ করছে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুদের সুন্দর পরিবেশে বিকশিত করা হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ সরকারি শিশু পরিবারে (বালিকা) পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শিশু পরিবারে মাতৃ-পিতৃহীন শিশুরা পারিবারিক পরিবেশে বেড়ে উঠে। এখানে তাদের শিক্ষা ও মননের বিকাশ নিশ্চিত করা হয়। পাশাপিাশি বৃত্তিমূলক বিভিন্ন বিষয়েও তাদের প্রশিক্ষণ দেয় হয়, যেন তারা ভবিষ্যতে একটি কর্ম করে স্বাবলম্বী হতে পারে।

মন্ত্রী শিশুদের আগামীর স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পরে তিনি নিবাসীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

আইএইচআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।