ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় আহত শিশুর ঢামেকে মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় (১২) এক শিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মামুন মিয়া জানান, সন্ধ্যার দিকে শিশুটি বাইসাইকেলে যাওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর