পুরান ঢাকার রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৫ মার্চ ২০২৪

রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল ফ্যাক্টরি (রাসায়নিক করাখানা) সরিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংরক্ষিত নারী আসনের এমপি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি এবং সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি তাদের, যারা বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। পুরান ঢাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের কারণে এ ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটেছিল। তারপর কিন্তু সেই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যখন সেটি কার্যকর করতে যাওয়া হয় তখন যারা বাসিন্দা আছেন তারাই কিন্তু সহায়তা করেননি। কাজেই যারা ওই এলাকায় থাকেন বা বসবাস করেন তাদেরও চিন্তা করতে হবে যে, যদি এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হবেন। এ কারণে এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘কমার্সিয়াল যেসব স্পেস থাকে সেগুলো যদি সরকার নির্ধারিত স্পেসেই হয় তাহলে ফায়ার এক্সিট বাধ্যতামূলকভাবেই করা হয়। কিন্তু অনেকসময় যত্রতত্র গড়ে ওঠা ভবন বাসাবাড়ির জন্য ব্যবহার করার কথা থাকলেও সেগুলো বাণিজ্যিক স্পেস হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোতে ফায়ার এক্সিট থাকে না। তখনো এই সমস্যাগুলো হয়। আমরা দেখতে পাই সেখানে ফায়ার এক্সিট তো ছিলই না, একই সঙ্গে বিভিন্ন গ্যাস সিলিন্ডার ছিল। যে কারণে আগুনের তীব্রতাটা বেশি হয়েছিল।’

অনুরোধ জানিয়ে তারানা হালিম বলেন, ‘সরকারি যেসব ডিপার্টমেন্ট আছে তারা সমন্বিতভাবে এই কাজগুলো করবে। জনগণ তাতে সহায়তা করবে। কারণ এতে তাদেরই জীবন রক্ষা পাবে।’

আইএইচআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।