শহরের থেকে গ্রামে বেড়েছে বিয়ে বিচ্ছেদের প্রবণতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ৩০ মার্চ ২০২৪

অনেকের ধারণা শহরে তালাক ও বিচ্ছেদের হার বেশি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে ভিন্ন কথা। অর্থাৎ গ্রামে তালাক ও বিচ্ছেদের হার বেশি। সেখানে প্রতি হাজারে ১ দশমিক ১টি এবং শহরে ০ দশমিক ৯টি তালাকের ঘটনা ঘটছে।

বিবিএসের করা ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটি তৈরির জন্য বিবিএস তিন লাখ আট হাজার ৩২টি পরিবারের ওপর জরিপ করে।

প্রতিবেদনে দেখানো হয়েছে, জাতীয়ভাবে প্রতি হাজারে গড় তালাকের হার ১ দশমিক ১ জন। প্রতি হাজারে দাম্পত্য বিচ্ছেদের হার ০ দশমিক ২৬ শতাংশ। শহরে এই হার ০ দশমিক ২২ জন এবং গ্রামে ০ দশমিক ২৮ জন। ফলে গ্রামেও শহরের তুলনায় বিচ্ছেদ বাড়ছে।

তবে শহরের তুলনায় গ্রামে ১৫ বছর বয়সের আগে বিয়ে বেড়েছে। পল্লীতে হাজারে ১৫ বছর বয়সের আগে বিয়ে হচ্ছে ৮ দশমিক ৮ জনের। অন্যদিকে শহরে হচ্ছে ৬ দশমিক ৮ জনের। ১৮ বছর বয়সের আগে বিয়ে হচ্ছে ৪১ দশমিক ৬ জনের। শহরে হাজারে ১৮ বছর বয়সের আগে বিয়ে হচ্ছে ৩৩ দশমিক ৫ জনের। অন্যদিকে গ্রামে হচ্ছে ৪৪ দশমিক ৪ জনের।

এমওএস/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।