সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবির সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় ছাত্রদের জন্য আটতলাবিশিষ্ট ও ছাত্রীদের জন্য পাঁচতলাবিশিষ্ট ছাত্রীনিবাস গড়ে তোলা হয়েছে। বিজিবি সদস্যদের জন্য বহুতল পারিবারিক বাসস্থান গড়ে তোলা  হয়েছে।

পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতায় ওই অবস্থা কাটিয়ে উঠেছি, বিচার করেছি।

বিজিবি জওয়ানদের প্রশংসা করে তিনি বলেন, সীমান্ত রক্ষায় সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য দেখিয়েছেন। সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে। কাউকে ধরে নিয়ে গেলে বিএসএফ’র সঙ্গে আলোচনা করে ফিরিয়ে আনা হচ্ছে।

বিজিবিকে আধুনিক বাহিনীতে পরিণত করতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এ বাহিনীকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুযোগ-সুবিধা বাড়াতে সবকিছু করবে সরকার। দেশ গঠনের মহতী কাজে বিজিবির সহায়তা চান তিনি।
 
শনিবার সকাল সাড়ে ৯টায় বিজিবি দিবস উপলক্ষে সদর দফতর পিলখানায় আয়োজিত কর্মসূচি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে আমরা এ দেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলব।’
 
বীরত্বপূর্ণ অবদান রাখায় বিজিবির জওয়ান ও অফিসারদের রাষ্ট্রীয় পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে বিজিবি নানা কর্মসূচি গ্রহণ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।