বিপ্লব আমাদের, শৃঙ্খলা আমাদেরই আনতে হবে: সমন্বয়ক আসিফ মাহমুদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, বিপ্লব আমাদের, শৃঙ্খলা আমাদেরই আনতে হবে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন, আগামীকাল থেকে রাস্তায় সব পাবলিক বাস স্মুথলি (স্বাভাবিকভাবে) চলবে। ডান লেন আটকে যদি কোনো গাড়ি যাত্রী তোলে, সিগন্যাল ভাঙে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। মনে রাখবেন, বিপ্লব আমাদের, শৃঙ্খলাও আমাদেরই আনতে হবে।
এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীদের দেখা গেছে।
শিক্ষার্থীরা বলছেন, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।
রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে সরেজমিনে দেখা যায়, প্রতি মোড়েই আট থেকে দশজন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। গাড়ির চাপ কম থাকায় অনেকেই উল্টো পথে যাওয়ার চেষ্টা করছেন। যদিও শিক্ষার্থীরা তাদের ফিরিয়ে দিচ্ছেন। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সচেতন করছেন শিক্ষার্থীরা।
এনএস/এমএইচআর/জিকেএস