নয়াপল্টনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪


প্রকাশিত: ০৭:২২ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কমিটি গঠনকে কেন্দ্র করে লালবাগ থানার দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা বিএনপির দুই নেতা নাসির উদ্দিন পিন্টু ও মীর আশরাফ আলী আজমের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। খবর পেয়ে ওই এলাকার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।