কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আরও পড়ুন
হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, বাবুল কাজীর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
তার চিকিৎসায় গতকাল ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বাবুল কাজীর বোন খিলখিল কাজী হাসপাতালে সাংবাদিকদের জানান, বাবুল কাজী বাথরুমে ঢুকে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন। তখনই বিরাট আওয়াজ হয়। তিনি বিস্ফোরণে দগ্ধ হন এবং সেখানেই পড়ে যান। পরে অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইউনিটে নেওয়া হয়।
আরও পড়ুন
সিগারেট জ্বালাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে বাবুল কাজী দগ্ধ হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বনানীর ওই বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস