উত্তরায় কল্যাণ সমিতি অফিস দখলমুক্ত করলেন বৈষম্যবিরোধী ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৫

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত কল্যাণ সমিতির অফিস দখলমুক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। একই সঙ্গে সমিতি দখল করে জোর করে যে কমিটি দেওয়া হয়েছিল, তা বাতিল করে তত্ত্বাবধায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর উত্তরার প্রতিনিধিরা এ পদক্ষেপ নেন।

জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে কল্যাণ সমিতির সভাপতি খিজির হায়াত ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হায়দারের নেতৃত্বাধীন আওয়ামী-সমর্থিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ১৩ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। তাছাড়া ভোটার তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রণয়ন করে দ্রুত নির্বাচন দিতে ওই কমিটি দেওয়া হয়।

সম্প্রতি আওয়ামী লীগ-সমর্থক এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় অভিযুক্ত শহিদুল্লাহ এবং চাঁদাবাজির দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত আজমল হুদা মিঠু, আবুল কালাম ও এম কফিলউদ্দিনের নেতৃত্বে কয়েকজন কল্যাণ সমিতি অফিসে গিয়ে ছাত্রদের করা অ্যাডহক কমিটি ভেঙে দেন। তাৎক্ষণিক আবুল কালাম ও এম কফিল উদ্দিন নিজেরাই নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে ৪৩ সদস্যের কমিটি ঘোষণা করেন।

বিষয়টি জানাজানি হলে ১৯ জানুয়ারি সেখানে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া উত্তরার কয়েকজন শিক্ষার্থী। তারা সমিতি দখল করে দেওয়া কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এসময় তারা কয়েকটি দাবি তুলে ধরেন।

সেগুলো হলো—সমিতি দখল করায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া, ছাত্রনেতাদের কমিটিতে রাখা, বং ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।