কারওয়ানবাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ এএম, ২২ জানুয়ারি ২০২৫

রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। 

আন্দোলনরত কর্মীরা বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারিনি। আমাদের কষ্টের শেষ নেই। আমরা সুদে টাকা নিয়েছি।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের আরও ভুক্তভোগী আসছে।

এসময় তারা ৩ দফা দাবি জানান

১। ২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেনি সবাইকে নিয়ে যেতে হবে।

২। যাদের ভিসা হয়েছে, তাদেরকে সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে।

৩। ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে।

আরএএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।