কারওয়ানবাজারে অবরোধ

আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১০ এএম, ২২ জানুয়ারি ২০২৫
কারওয়ানবাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অবরোধ

রাজধানীর কারওরানবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস বা স্মারকলিপি না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কারওয়ানবাজার মোড়ে অবস্থান নেন তারা। এরপর তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

এসময় আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেবো। উপদেষ্টাদের কেউ এসে আমাদের সঙ্গে আলাপ-আলোচনা না করলে আমরা দিনব্যাপী কর্মসূচি পালন করবো।’

আরও পড়ুন

এ সময় অন্য আন্দোলনকারীরা বলেন, ‘আমরা ৬/৭ মাস ধরে অপেক্ষা করছি। আমরা আর কোনো অপেক্ষা করতে চাই না। আমরা যে ঋণ করে টাকা দিয়েছি, সেই সুদ এখনো বেড়েই যাচ্ছে। আমরা কোনো স্মারকলিপি না পাওয়া পর্যন্ত সড়ক থেকে উঠবো না।’

আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা

বিক্ষোভকারীদের দাবি

• ২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেননি সবাইকে নিয়ে যেতে হবে।

• যাদের ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি, তাদের সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে।

• ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে।

• সরকার থেকে আমাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার দিন ও তারিখ ঠিক করতে হবে।

জানা গেছে, ২০২৪ সালে নতুন ও পুরোনো বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতাসহ সিন্ডিকেটের কারণে ভিসা থাকা সত্ত্বেও ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় ১৮ হাজার বাংলাদেশি।

আরএএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।