ঢাকা-মদিনা রুটে বিমানের ফ্লাইট বাড়ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫
ঢাকা-মদিনা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান/ ফাইল ছবি

সৌদিগামী যাত্রীদের উচ্চ চাহিদা মোকাবিলায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে প্রতি রোববার ঢাকা-মদিনা-ঢাকা রুটে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (২৫ জানুয়ারি) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (এটাবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা মদিনায় একটি অতিরিক্ত সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

সংগঠনটির সভাপতি আবদুস সালাম আরেফের নেতৃত্বে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের এক প্রতিনিধিদল এবং বিমানের মধ্যে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।