আসিয়ানের মেম্বার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

সুইজারল্যান্ডের দাভোসে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আসিয়ানভুক্ত দেশগুলোর এক সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতাকালে আসিয়ানের সদস্যপদ লাভের ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বক্তৃতাকালে তিনি বলেন, উই আর পার্ট অব সাউথ ইস্ট এশিয়া। আমরাও আসিয়ানের মেম্বার হতে চাই।

আজ (রোববার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সফরের বিভিন্ন দিক তুলে ধরার সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আসিয়ানের সদস্য পদ পেলে ব্যবসা, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে। বাংলাদেশের অর্থনীতির জন্য এরচেয়ে বড় খবর হতে পারে না। আসিয়ানভুক্ত দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়।

শফিকুল আলম জানান, আসিয়ানের সভায় রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হয়। মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ। রোহিঙ্গা পুনর্বাসনের ব্যাপারে আসিয়ান নেতারা যেন ভূমিকা গ্রহণ করেন সে ব্যাপারে প্রধান উপদেষ্টা তাদের অনুরোধ জানান।

এমইউ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।