এক সপ্তাহের মধ্যে অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা চূড়ান্ত করার আশা
আগামী এক সপ্তাহের মধ্যে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, একটি কমিটির মাধ্যমে এই কার্ড দেওয়া হবে।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এবার তিন বছরের জন্য কার্ড দেওয়া হতে পারে বলেও জানানো হয়।
এমইউ/এমআইএইচএস/জেআইএম