১৩৩ বার বললাম, কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি চাইলে জুনে নির্বাচন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের দিনক্ষণের ব্যাপারে সরকার সুনির্দিষ্টভাবে দুটি তারিখ দিয়েছে। যদি কম রিফর্ম (সংস্কার) চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, বেশি সংস্কার চাইলে আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে আর কী বলবো? আমার মনে হয় এটা নিয়ে আমি ১৩৩ বার এটা বললাম।

বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস ও সম্প্রচার একাডেমিতে প্রেস উইং আয়োজিত ব্রিফিংকালে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছেন- সরকার যদি নির্বাচন বিলম্বিত করে তাহলে জনগণের কাছে জবাব দিতে হবে- গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের উত্তরে তিনি ওই কথা বলেন।

অন্য এক গণমাধ্যমকর্মী জানতে চান- নির্বাচন কমিশন বলছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি কোনো গাইডলাইন দেওয়া হয়েছে?

এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আমাদের অবস্থান বারবার স্পষ্ট করেছি। আমরা দুটি তারিখ দিয়েছি। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এ বছরের ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবে। আর যদি পার্টিগুলো মনে করে সরকারের কাছ থেকে আমরা আরও বেশি রিফর্ম চাই তাহলে সেক্ষেত্রে আরও ছয় মাস এক্সটেনশন করা যেতে পারে অর্থাৎ ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে।

তিনি বলেন, এ ব্যাপারে বারবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা বলছেন। নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংগঠন। তারা তাদের কথা বলছেন।

নির্বাচনের আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিফর্ম। আশা করি ফেব্রুয়ারির মধ্যে সবগুলো রিফর্ম কমিশন তাদের রিপোর্ট দেবে। রিপোর্টগুলো পাওয়ার পর কমিটি কাজ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এমইউ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।