মহাখালীতে ট্রেন আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
মহাখালীতে ট্রেন আটকে অবরোধ করছেন তিতুমীরের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবশেষ তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করেছেন। এসময় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে দেন শিক্ষার্থীরা।

মহাখালীতে ট্রেন আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মহাখালীতে ট্রেন আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের অবরোধের ফলে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

এনএস/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।