ছাত্র আন্দোলনে হামলা

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৪২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামে গ্রেফতার চারজন

চট্টগ্রামে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথক পৃথক অভিযানে চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চান্দগাঁওয়ের কোলাপাড়া লম্বা কলোনির মো. আনোয়ারের ছেলে মো. আরিফ (২০), ভোলার দৌলত খাঁ থানার চরপাতা গ্রামের আবুল কালাম সওদাগরের ছেলে মো. সুমন (৩০), চান্দগাঁওয়ের বহদ্দারহাট মেরিন হাউজ এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. ইমরান হোসেন (৩২) এবং পাঁচলাইশ থানার ৩নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত এস এম এজাহারুল হকের ছেলে এসএম সেলিম উদ্দিন (৫৪)।

গ্রেফতারদের মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি বলেন, গ্রেফতার আরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য, সুমন যুবলীগের সক্রিয় সদস্য, ইমরান আওয়ামী লীগের সদস্য এবং সেলিম উদ্দিন বায়েজিদ থানার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

এমডিআইএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।