যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ওই বার্তায় বলা হয়, ব্রহ্মপুত্র বেসিন (বি-বি) ২৪ ব্যাস × ১০০০ পিএসআইজি গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জিটিসিএল থেকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

ওই বার্তায় আরও বলা হয়, টাঙ্গাইল জেলা, চন্দ্রা, ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর পৌরসভা, তারাকান্দি, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর সদর, শেরপুর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।