ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে বন্ধ থাকবে যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলের ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (০৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

নির্দেশনায় বলা হয়, রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’ উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময়ে মহাসড়কটিতে যাতায়াতের জন্য যানবাহনগুলোকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণি অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুরোধ জানিয়েছে।

কেআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।