আজকের আলোচিত ছবি: ২৮ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আজ বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং কের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আজ বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আজ বেইজিংয়ের প্রেসিডেন্সিয়াল হোটেলে টেকসই অবকাঠামো এবং জ্বালানি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় যোগ দেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বেইজিংয়ের প্রেসিডেন্সিয়াল হোটেলে টেকসই অবকাঠামো এবং জ্বালানি বিষয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনার পর চীনা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আজ বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। এবার দীর্ঘ ছুটি মেলায় বাড়তি উৎসাহ বিরাজ করছে ঘরমুখো যাত্রীদের মধ্যে। ছবি: জাগো নিউজ
-
৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনে একটি ইউনিট বিজেএমইএ ভবনের সামনে শ্রমিক অসন্তোষ নিরসনের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। ছবি: আইএসপিআর