আজকের আলোচিত ছবি: ৬ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবার ঢাকার নিরাপত্তা নিয়ে আমার ১০০ ভাগ কনফিডেন্ট আছে। আজ জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ছবি-সংগৃহীত
-
গত দুদিন ধরে রাজধানীতে বেশ জমজমাট কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে এসে হাট যেন আরও জমে উঠেছে। বেড়েছে ক্রেতাদের ভিড়, তবে সে তুলনায় হাটে কোরবানির পশু কম। এ অবস্থায় আজও নতুন করে হাটে আসছে কোরবানির পশু। ছবি-জাগো নিউজ
-
বিশ্ব পরিবেশ দিবসে সারাদেশে একসঙ্গে ৫ সহস্রাধিক বৃক্ষরোপণ করেছে ৬৪টি পরিবেশবাদী সংগঠনের ১ হাজার ৭০০ স্বেচ্ছাসেবী। দেশের তারুণ্যভিত্তিক পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ-এর আয়োজনে সারাদেশে এই ভিন্নরকম কর্মসূচি পালন করা হয়। ছবি-সংগৃহীত
-
পবিত্র ঈদুল আজহায় রাজধানী ঢাকার একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। ছবি-সংগৃহীত
-
রাত পোহালেই ঈদ। তবে কারওয়ান বাজারে ছুরি, চাপাতি, খাইট্টা, পাটির দোকানে ভিড় দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, এবার পশু বিক্রি কম হওয়ায় এসব পণ্যের চাহিদা কমেছে। আজ দুপুরে এসব পণ্যের দোকানে ক্রেতাখরা দেখা গেছে। ছবি- জাগো নিউজ
-
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সেনাসদস্যরাও। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। আজ সকাল থেকে গাবতলীতে ব্যাপক যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাসদস্যরা। ছবি- জাগো নিউজ