আজকের আলোচিত ছবি: ১৫ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান।
-
ঢাকায় খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি হেডকোয়ার্টারে কর্মকর্তাদের সাথে মতিবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ছবি: হাসান আদিব
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের মধ্যে যারা হলে সিট পাওয়ার যোগ্য হয়েও সিট সংকটের কারণে পাচ্ছেন না তাদের অস্থায়ী আবাসন সহায়তা দেওয়া হবে। অস্থায়ী আবাসনের আওতাভুক্ত ছাত্রীরা প্রত্যেকে মাসে তিন হাজার টাকা পাবেন। ছবি: হাসান আলী
-
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সাখাওয়াত হোসেন
-
দিনাজপুরে শীতের প্রতিনিয়ত ছন্দপতন ঘটছে। ধারাবাহিকতা নেই। তাপমাত্রা উঠানামার মধ্যে রয়েছে। তবে বুধবার মাঘের প্রথম দিনে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর। ছবি: এমদাদুল হক মিলন