আজকের আলোচিত ছবি: ১৬ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশল’ বিষয়ক ৬ দিনব্যাপী কর্মশালার তৃতীয় দিনে সেশন পরিচালনা করেন। ছবি: পিআইডি
-
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হোন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। ছবি: বিএনপি মিডিয়া সেল
-
রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ দুপুর সোয়া ১টায় শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ