আগুনে পুড়লো বস্তির দেড়শো ঘর
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৬ মার্চ ২০২৫
আপডেট: ০৯:৩৯ এএম, ০৬ মার্চ ২০২৫
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা অগ্নিকাণ্ডে প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
আজ ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
-
এর আগে রাত ৩টা ৮ মিনিটে গাবতলীতে অবস্থিত শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার খবর আসে।
-
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
-
আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস।
-
স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।