তরমুজে সয়লাব বরিশালের পোর্ট রোড
তরমুজে ছেয়ে গেছে বরিশালের বৃহৎ মৎস্য ও ফলের আড়ত পোর্ট রোড। ছবি: শাওন খান
-
দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শত শত ট্রলার ভর্তি তরমুজ আসছে বরিশালে পোর্ট রোডে।
-
প্রতিনিয়তই বাড়ছে তরমুজের আমদানি।
-
ফলে নগরীর পোর্ট রোড মৎস্য আড়তের ইলিশের মোকাম এখন তরমুজে সয়লাব।
-
একই সঙ্গে বাড়ছে পোর্ট রোড ও কলাপট্টির আড়তগুলো ঘিরে থাকা শ্রমিকদের কর্মব্যস্ততা।
-
জানা যায়, অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় বরিশালের বৃহৎ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র অনেকটা নিস্তব্ধ থাকে। তবে এক দশকের বেশি সময় ধরে আশপাশের ফলের আড়তসহ মৎস্য অবতরণ কেন্দ্রের বিভিন্ন জায়গাগুলো তরমুজের দখলে চলে যায়।
-
অনেক মাছ ব্যবসায়ী বা আড়তদার এ সময়টাতে তরমুজের ব্যবসা শুরু করেন।
-
অন্যান্য বছর এ সময়ে বাজারে অপরিপক্ব তরমুজের আধিক্য দেখা গেলেও এবার পরিপক্ব তরমুজই বাজারে বেশি।
-
মূলত রমজানকে সামনে রেখে চাষিরা এবার আগাম তরমুজ চাষ করেছেন। এ বছর শীত কম পড়ায় ফলনও হয়েছে বেশি।
-
ফলে রমজানের শুরু থেকেই বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে পরিপক্ব তরমুজের।
-
রোজায় আগাম তরমুজের যেমন চাহিদা, তেমন দরও চড়া। তবু থেমে নেই বেচাকেনা।