ঈদ উদযাপন করছেন ফরিদপুরের ১৩ গ্রামের বাসিন্দা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩ গ্রামে বাসিন্দা। ছবি: এন কে বি নয়ন
-
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পৃথকভাবে বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করা হয়।
-
জানা গেছে, একদিন আগে যারা রোজা ও ঈদ উদযাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান।
-
বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম রোজা পালন শুরু করেন।
-
১৩ গ্রামের আংশিক বাসিন্দা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন। তাই একদিন আগেই ওই গ্রামগুলোর অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করে থাকেন।
-
গ্রামের অন্য সবাই আগামীকাল (সোমবার) পবিত্র ঈদের নামাজ আদায় ও ঈদ পালন করবেন।
-
এ বিষয়ে উপজেলার মাইটকুমরা গ্রামের বাসিন্দা মো. আবুল হাসান শেখ বলেন, আমাদের গ্রামের কিছু মানুষ আজ পবিত্র ঈদ উদযাপন করেন। গ্রামের অন্য বাসিন্দারা আগামীকাল ঈদ উদযাপন করবেন।
-
মাইটকুমরা জামে মসজিদের ইমাম মো. রিফাত শিকদার বলেন, মাইটকুমরা জামে মসজিদে রোববার সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমি ঈদের নামাজে ইমামতি করেছি।