বাজারে মিলছে রসালো লিচু
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৭ মে ২০২৫
আপডেট: ০৫:৩৪ পিএম, ০৭ মে ২০২৫
গ্রীষ্মের শুরু মানেই যেন রসালো লিচুর আগমনবার্তা। শহর হোক বা গ্রাম, বাজারজুড়ে এখন টাটকা লিচুর ঘ্রাণে মাতোয়ারা সবাই। লালচে ছোপ ছোপ খোসায় ঢাকা মিষ্টি রসালো এই ফলটি শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এরই মধ্যে দেশের নানা প্রান্তের বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের লিচু। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
গ্রীষ্মকালীন মিষ্টি, সুস্বাদু ও রসালো ফল লিচু। শুধু খেতেই সুস্বাদু নয়, ভিটামিন ও খাদ্যশক্তির অন্যতম উৎস মৌসুমি এ ফল।
-
বোম্বে, মাদরাজি, কদমী জাতের লিচুতে ভরপুর ফলের দোকান।
-
কড়া রোদেও ক্রেতা টানতে মুখে হাসি রেখে জোরে জোরে ডাকছেন দোকানিরা।
-
ফলের দোকানে লিচু কিনতে ভিড় করছেন তারা।
-
লিচুর দাম-দর করতে ব্যস্ত ক্রেতারা।