ঘামে ভেজা শহর, ক্লান্ত দিনে স্বস্তির খোঁজে মানুষ
ঘড়ির কাঁটা দুপুর ১২টা ছুঁতেই ঢাকার রাজপথ যেন আগুনে ফেটে পড়ে। হাঁসফাঁস করা শহরজুড়ে ছায়া নেই, বাতাস নেই। কর্মব্যস্ত মানুষজন প্রয়োজনের তাগিদে রোদে ঘাম ঝরাচ্ছেন, কেউ অফিসে যাচ্ছেন, কেউবা বের হয়েছেন জরুরি কাজে। তবে সবার চোখে-মুখে একটাই অভিব্যক্তি, এই গরম আর সহ্য হচ্ছে না। ছবি: মাহবুব আলম
-
কয়েকদিন ধরেই রাজধানীতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির ঘরে ঘুরপাক খাচ্ছে। আজকের দিনটি যেন তার সর্বোচ্চ রূপ দেখাল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ঢাকায় রেকর্ড হয়েছে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে রাস্তায় দাঁড়িয়ে তা যেন ৪৫ ডিগ্রির মতোই অনুভূত হচ্ছে।
-
রাস্তায় বের হওয়া মানুষদের চোখেমুখে ক্লান্তি স্পষ্ট। ফুটপাত ধরে হাঁটতে থাকা শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ডেলিভারি বয়, পথশিশু সবাই এক রকম ছটফট করছেন একটু ছায়া আর পানির আশায়।
-
মাথায় ঘামছা বেঁধে কেউ ঢাকার তপ্ত বাতাসে বাঁচার চেষ্টা করছেন।
-
পথচারীরা রাস্তার পাশের দোকানদারের রাখা ছোট্ট পানির কলস থেকে দুই ঢোক পানি খেয়ে খানিক স্বস্তি খুঁজছেন।
-
চিকিৎসকদের মতে, এই অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বয়স্করা। হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা, মাথাব্যথা, দুর্বলতা, ঘামাচি এবং ত্বকের নানা সমস্যা বেড়েছে কয়েকগুণ।
-
গরমে বাইরে বের হলে সঙ্গে পানির বোতল রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেইসঙ্গে পরামর্শ দিচ্ছেন সুতির হালকা জামাকাপড় পরা, ছাতা কিংবা সানগ্লাস ব্যবহার, এবং বাড়তি কোনো শারীরিক পরিশ্রম না করার।