আজকের আলোচিত ছবি: ০২ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে একটি শোকবই খোলা হয়। সেদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা শোকবইতে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি
-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার সমাধিতে যান তারা। ছবি: সংগৃহীত
-
আজ বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জনতার ঢল নামে। ছবি: জাগো নিউজ
-
আজ জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থী-জনতার অংশগ্রহণে বৃহৎ হয়ে ওঠে জমায়েতটি। ছবি: জাগো নিউজ
-
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর ধানমন্ডির ভূতের গলি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
টানা তিনদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া শনিবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ছবি: জাগো নিউজ