সড়কে শিক্ষার্থীরা, দুর্ভোগে আটকা পুরো ঢাকা
রাস্তা বন্ধ, গাড়ির লাইন দীর্ঘ, আর সময় মতো গন্তব্যে পৌঁছানো যেন ভাগ্যের বিষয়। আজ সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় দেখা গেছে তীব্র যানজট। কারণ রাজপথে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বিশেষ করে কাকরাইল, শান্তিনগর, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল এবং আশপাশের এলাকায় যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
-
আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন মোড় ও প্রধান চলাচলের পথগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির মুখে রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা মূলত ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
-
ফলে সকাল থেকেই মৎস্যভবন থেকে কাকরাইল, প্রেস ক্লাব, বিজয়নগর হয়ে বায়তুল মোকাররম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করে।
-
যান চলাচল থেমে থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগী ও পরীক্ষার্থীসহ জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজন। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়।