শাহবাগ অবরোধ, জনভোগান্তি চরমে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছে ছাত্রদল। ফলে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। ছবি: বিপ্লব দীক্ষিৎ ও অভিজিৎ রায়
-
সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন মানুষ।
-
হঠাৎ সড়ক অবরোধের কারণে শাহবাগ, টিএসসি, বাংলা মোটর, কাঁটাবন, মতিঝিলসহ আশপাশের এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
-
অফিসগামী মানুষ থেকে শুরু করে হাসপাতালে যাওয়ার রোগী, শিক্ষার্থীসহ সব শ্রেণির সাধারণ মানুষকে পড়তে হয় চরম দুর্ভোগে।
-
আন্দোলনকারীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের নেতা শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এর সুষ্ঠু বিচার চান।
-
আন্দোলনকারীদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
-
এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার বাড়ি কবরে, প্রশাসন কী করে’।
-
এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার বাড়ি কবরে, প্রশাসন কী করে’।
-
এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করে আন্দোলন করতে দেখা গেছে ইশরাকপন্থি নেতাকর্মীদের।
-
অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।