আজকের আলোচিত ছবি: ২৮ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী তাকে স্বাগত জানান। ছবি: পিআইডি
-
ঢাকায় ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ২০২৫ মৌসুমের আম রপ্তানির উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
ঢাকায় ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে
-
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ছবি: রায়হান আহমেদ
-
দেশের ইলেকট্রনিক্স বাজারে অভিনব এক উদ্যোগ নিয়েছে আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিশন’। এয়ার কন্ডিশনার (এসি) পণ্য নিয়ে ভোক্তা সন্তুষ্টি নিশ্চিত করতে ‘মানি ব্যাক গ্যারান্টি’ অফার চালু করেছে প্রতিষ্ঠানটি। এ ক্যাম্পেইনের আওতায়, গ্রাহক এসি ক্রয়ের এক মাসের মধ্যে পণ্যে অসন্তুষ্ট হলে ক্রেতারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। ছবি: মাহবুব আলম